ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো (IB)তে Security Assistant / Executive (SA/Exe) পদে নিয়োগ,৪৯৮৭ শুন্যপদে নিয়োগ,১০ম শ্রেণী পাসে আবেদন,সুবর্ন সুযোগ শিক্ষিত বেকারদের জন্য!

IB SA/Executive Recruitment 2025:ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো (IB)তে সিকুরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ নিয়োগ। মোট ৪,৯৮৭টি বিরাট শুন্যপদে নিয়োগ,আবেদনের শেষ তারিখ ১৭ই আগস্ট ২০২৫।

IB SA/Executive Recruitment 2025
IB SA/Executive Recruitment 2025

স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এই নিয়োগ শুধুমাত্র একটি চাকরির সুযোগ নয়,দেশ সেবার একটি বিশাল সুযোগ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো (IB) নিরাপত্তা সহকারী/নির্বাহী পদের জন্য একটি বিশাল নিয়োগ অভিযান ঘোষণা করেছে। সারা দেশে ৪৯৮৭টি শূন্যপদ,এটি নিবেদিতপ্রাণ এবং দেশপ্রেমিক ব্যক্তিদের জন্য একটি বিশাল সুযোগ।যেকোনো মাধ্যমিক পাশ প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ যারা দেশের গোপন নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করতে চান।INFOBANGLAHUB এর পক্ষ থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হল।

IB SA/Executive Recruitment 2025 এর নিয়োগকারী সংস্থাঃ

এই নিয়োগের নিয়োগকারী সংস্থা হল ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক এর অধীনত ইন্টেলিজেন্স ব্যুরো (IB)

IB SA/Executive Recruitment 2025 এর পদের নামঃ

এই নিয়োগে Security Assistant / Executive (SA/Exe) পদে নিয়োগ করা হবে।

IB SA/Executive Recruitment 2025 এর শুন্যপদঃ

এই নিয়োগে মোট শুন্যপদ ৪৯৮৭ টি,মোট UR‑2471, EWS‑501, OBC‑1015, SC‑574, ST‑426, মোট 4,987 শূন্যপদ–এর জাতিগোষ্ঠী ও নিয়োগের স্থান অনুযায়ী টেবিল আকারে নীচে দেওয়া হল।

Posting PlaceUREWSOBCSCSTমোট
Agartala2970112067
Ahmedabad13730771746307
Aizawl315201553
Amritsar427817074
Bengaluru10920313212204
Bhopal36913121787
Bhubaneswar3484121876
Chandigarh4092512086
Chennai1722931512285
Dehradun24436037
Delhi491112287156781,124
Gangtok16362633
Guwahati631229713124
Hyderabad631218177117
Imphal23421939
Itanagar100180062180
Jaipur711333310130
Jammu3281122275
Kalimpong7201514
Kohima2461214056
Kolkata1302885037280
Leh21448037
Lucknow962363452229
Meerut204107041
Mumbai15727451819266
Nagpur21361132
Panaji29420742
Patna771644261164
Raipur16305428
Ranchi16333833
Shillong19320933
Shimla17489240
Siliguri18478239
Srinagar306154358
Trivandrum1833494212334
Varanasi245109048
Vijayawada531225187115
মোট247150110155744264,987

IB SA/Executive Recruitment 2025 এর শিক্ষাগত যোগ্যতাঃ

  • যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য ডিগ্রী।
  • স্থানীয় ভাষায় দক্ষ।

IB SA/Executive Recruitment 2025 এর বয়সসীমা(০১লা আগস্ট ২০২৫ অনুযায়ী)

  • সর্বনিম্ন-১৮ বৎসর।
  • সর্বচ্চ-২৭ বৎসর
  • SC/ST:  ৫ বছরের ছাড়।
  • OBC:  ৩ বছরের ছাড়।
  • বিভাগীয় প্রার্থী:  কেন্দ্রীয় সরকারি বেসামরিক কর্মচারীদের জন্য যারা ৩ বছর নিয়মিত এবং অবিচ্ছিন্ন চাকরি করেছেন তাদের বয়স ৪০ বছর পর্যন্ত।
  • বিধবা, তালাকপ্রাপ্তা মহিলা এবং বিচারিকভাবে পৃথক মহিলা (পুনর্বিবাহিত নন):  সাধারনের-এর জন্য ৩৫ বছর পর্যন্ত, ওবিসি-র জন্য ৩৮ বছর এবং এসসি/এসটি-র জন্য ৪০ বছর পর্যন্ত।
  • প্রাক্তন সৈনিক:  সরকারি নিয়ম অনুসারে।
  • মেধাবী ক্রীড়াবিদ:  নির্দিষ্ট সরকারি আদেশ অনুসারে ৫ বছর পর্যন্ত ছাড়।

IB SA/Executive Recruitment 2025 এর গুরুত্বপুর্ন তারিখঃ

কার্যক্রমতারিখ
আবেদন শুরু ২৬ শে জুলাই ২০২৫
আবেদন শেষ১৭ই আগস্ট ২০২৫
ফি জমার শেষ তারিখ১৭ই আগস্ট ২০২৫
পরীক্ষার সাম্ভাব্য তারিখসেপ্টেম্বর-অক্টোবর ২০২৫
IB SA/Executive Recruitment 2025
IB SA/Executive Recruitment 2025

বেতন কাঠামো

পে লেভেল বেতন
লেভেল ৩₹২১,৭০০ – ₹৬৯,১০০/- + অন্যান্য ভাতা (DA, HRA, ট্রান্সপোর্ট)

নির্বাচন পক্রিয়া

নিয়োগ হবে তিনটি ধাপে:

১. টিয়ার-I: অবজেক্টিভ পরীক্ষা (MCQ)

  • মোট প্রশ্ন: ১০০
  • মোট নম্বর: ১০০
  • বিষয়: General Awareness, Numerical Aptitude, Logical Reasoning, English, General Studies
  • সময়সীমা: ১ ঘণ্টা
  • নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে

২. টিয়ার-II: ভাষা দক্ষতা পরীক্ষা (স্পোকেন ও অনুবাদ)

  • অনুবাদ পরীক্ষা: স্থানীয় ভাষায় ইংরেজি থেকে অনুবাদ
  • স্পোকেন অ্যাসেসমেন্ট: নির্ধারিত দিন অনুযায়ী মৌখিক ভাষা পরীক্ষা

৩. টিয়ার-III: ডকুমেন্ট যাচাই ও মেডিকেল পরীক্ষা

আবেদন ফি

শ্রেণীফি
General/OB/EWS650/-
ST/SC/Female550/-

কিভাবে আবেদন করবেনঃ

এই নিয়োগে আবেদন কয়েকটি ধাপে করতে হবে সেগুলি নীচে দেওয়া হল।

  • ওয়েবসাইট: mha.gov.in
  • রেজিস্ট্রেশন করুন
  • ফর্ম পূরণ করুন
  • ছবি, স্বাক্ষর আপলোড করুন
  • ফি দিন
  • সাবমিট করে প্রিন্ট নিন ভবিষ্যতের জন্য।
IB SA/Executive Recruitment 2025
IB SA/Executive Recruitment 2025
বিষয়তথ্য
official short notice pdfdownload now
official application linkapply now
official websitelink

read more

ন্যাশনাল হেলথ মিশনে আসামে ৮৮২ টি শূন্যপদে কমিউনিটি হেলথ অফিসার(CHO) নিয়োগ,আবেদন অনলাইনে, শেষ তারিখ ৫ ই আগস্ট ২০২৫।

জগদীশ বোস ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ স্কলারশীপ বিজ্ঞান বিভাগে পড়ার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা,দশম শ্রেণী পাশের পর বিজ্ঞানী হওয়ার সুযোগ।আবেদনের শেষ তারিখ ৩১শে জুলাই,২০২৫।

IB ACIO Recruitment 2025:কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যেকোন বিষয়ে স্নাতকদের Intelligence Beauro তে গোয়েন্দা(ACIO)হওয়ার সুযোগ,৩৭১৭ টি শূন্যপদে নিয়োগে বিরাট সুযোগ,বিস্তারিত পড়ুন।

ইন্ডিয়ান ব্যাঙ্কে(Indian Bank)এ ১৫০০ শূন্যপদে শিক্ষানবিশ(Apprentice),শুধুমাত্র স্নাতক ডিগ্রীতে আবেদন করতে পারবেন।পশ্চিমবঙ্গে বিপুল শূন্যপদ,তাড়াতাড়ি আবেদন করুন।

ভারতীয় রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি(ICF)চেন্নাই তে ১০১০ পদে ট্রেড আ্যপ্রেন্টিশ নিয়োগ,দশম শ্রেণী পাশে নিয়োগ,নতুনদের সুবর্ন সুযোগ।

Leave a Comment