AIIMS Kalyani Recruitment 2025: এইমস কল্যানীতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।থ্যালাসেমিয়া রোগ নির্মূলের বিষয়ে গবেষণার জন্য রিসার্চার নিয়োগ।আবেদন অনলাইনে।

কল্যাণী AIIMS পশ্চিমবঙ্গের একমাত্র AIIMS যেখানে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাচ্ছে জনগণ।AIIMS Kalyani-এর বায়োকেমিস্ট্রি বিভাগে একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। এই প্রকল্পটি তলাসেমিয়া রোগে আক্রান্ত শিশুদের রক্ত উৎপাদন প্রক্রিয়ার নিয়ন্ত্রক হিসেবে কাজ করা নতুন প্রোটিন,erythroferrone (ERFE) ওhepatokine FGL,নিয়ে গবেষণার উপর ভিত্তি করে গঠিত।এটি একটি ANRF অর্থানুদানপ্রাপ্ত extramural প্রকল্প, যার সময়কাল ৩ বছর পর্যন্ত হতে পারে। প্রাথমিকভাবে নিয়োগ ১ বছরের জন্য হবে, এবং প্রতি বছরের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নবীকরণ করা হবে।infobanglahub এর পক্ষ থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হলো।
AIIMS Kalyani Recruitment 2025 এর নিয়োগকারী সংস্থা:
এই নিয়োগটি সম্পূর্ণ ভাবে পরিচালনা করছে AIIMS কল্যাণী তাদের BIOCHEMIST বিভাগের মাধ্যমে।
AIIMS Kalyani Recruitment 2025 এর পদের নাম:
এই নিয়োগে Junior Reseaech Fellow(JRF) পদে নিয়োগ করা হবে।

AIIMS Kalyani Recruitment 2025 এর শিক্ষাগত যোগ্যতা:
এই নিয়োগে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হবে সেগুলো নীচে দেওয়া হলো।
নিন্মোক্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে নূন্যতম ৫৫% নম্বর
- Biochemistry
- Immounology
- Biotechnology
- Bioinformatics
- Molecular Genomics
- Life Sciences
ঐচ্ছিক যোগ্যতা (Desirable):
- নিম্নলিখিত মলিকুলার টেকনিক সম্পর্কে কাজের অভিজ্ঞতা:
- ELISA
- RT-PCR
- Western Blotting
- Flow Cytometry
- রোগীর রক্তের নমুনা নিয়ে কাজ করার দক্ষতা
- জাতীয় স্তরের স্কলারশিপ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে:
- ICMR-JRF
- DST-Inspire
- CSIR-UGC NET
- DBT-BET
- অথবা সমতুল জাতীয় যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী
শূন্যপদ:
এই নিয়োগে মোট ১ টি শূন্যপদে নিয়োগ করা হবে
বেতন:
এই নিয়োগে নিয়োগপ্রাপ্তরা মাসিক সর্বমোট ৩৭০০০/ টাকা ও বেতনের ৩০% বাড়ি ভাড়া ভাতা পাবেন।
AIIMS Kalyani Recruitment 2025 এর বয়সসীমা:
এই নিয়োগে প্রয়োজনীয় সর্বনিম্ন বয়সসীমা ২২ বৎসর ও সর্বোচ্চ বয়সসীমা ৩০ বৎসর
AIIMS Kalyani Recruitment 2025 এর নির্বাচন পক্রিয়া:
- যোগ্য আবেদনকারীদের তালিকা AIIMS Kalyani ওয়েবসাইটে প্রকাশ করা হবে
- সংক্ষিপ্ত তালিকাভুক্তদের স্ক্রিনিং টেস্ট এবং/অথবা ইন্টারভিউ-র জন্য ডাকা হবে
- ইন্টারভিউ শুধুমাত্র অফলাইনে নেওয়া হবে
- নির্বাচিত প্রার্থীকে মৌখিকভাবে এবং ওয়েবসাইটে ফল প্রকাশের মাধ্যমে জানানো হবে
AIIMS Kalyani Recruitment 2025 এর আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত নথি সহ একটি একক PDF ফাইল বানিয়ে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে:
- পূরণকৃত আবেদনপত্র (নির্ধারিত ফরম্যাটে)
- পাসপোর্ট সাইজ রঙিন ছবি
- সকল প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
- জাতীয় স্তরের স্কলারশিপ পরীক্ষার সার্টিফিকেট (যদি থাকে)
AIIMS Kalyani Recruitment 2025 এর আবেদন ফি:
আবেদনের জন্য আবেদনকারীকে কোন আবেদন কি দিতে হবে না

AIIMS Kalyani Recruitment 2025 এর গুরুত্বপূর্ণ তারিখ:
| কার্যক্রম | তারিখ |
| আবেদন শুরু | ২২ শে জুলাই ২০২৫ |
| আবেদন শেষ | ৬ ই আগস্ট ২০২৫ |
গুরুত্বপূর্ণ তথ্য:
| বিষয় | তথ্য |
| Official Notice PDF | Download Now |
| Official Website | link |
| Official Application Email | som.biochem@aiimskalyani.edu.in |
Read More..










