WBSEDCL Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্য ইলেকট্রিসিটি বন্টন কোম্পানিতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বিস্তারিত জানতে ও আবেদন করতে প্রতিবেদনটি পড়ুন।

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ সংস্থা WBSEDCL, তাদের বিভিন্ন ইউনিট/অফিসে নিয়মিত ভিত্তিতে বিভিন্ন পদে যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে।INFOBANGLAHUB.COM এর পক্ষ থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হলো।
WBSEDCL Recruitment 2025 এর পদের নাম
এই নিয়োগে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলির নাম নিচে দেওয়া হল
- Assistant Manager (HR&A)
- Assistant Manager (F&A) ও
- Junior Engineer (Electrical) Grade-II
WBSEDCL Recruitment 2025 এর শূন্যপদ
পদ অনুযায়ী শূন্য পদের বিবরণ নিচে দেওয়া হল
| পদ | শূন্যপদ |
|---|---|
| Assistant Manager (HR&A) | 20 |
| Assistant Manager (F&A) | 26 |
| Junior Engineer (Electrical) Grade-II | 401 |
| মোট | 447 |
পদভিত্তিক শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:
Assistant Manager (HR&A)
যোগ্যতা:
- যেকোনো বিষয়ে Graduate এবং
- MBA/MPM/MHRM (Full-time 2 years) HR/Personnel Management-এ
অথবা - Full-time PG Degree/Diploma in HR/Personnel Management (2 years)
Assistant Manager (F&A)
- যেকোনো বিষয়ে Graduate এবং
- ICAI/ICMAI Final Exam উত্তীর্ণ
অথবা - Full-time MBA (Finance) — Dual specialization থাকলে Finance-এ প্রাপ্ত নম্বর বেশি হতে হবে।
Junior Engineer (Electrical) Grade-II
- Full-time 3 years Diploma in Electrical Engineering
- ডিপ্লোমা হতে হবে WBSCT&VE&SD কর্তৃক অনুমোদিত কলেজ/ইনস্টিটিউট থেকে।
WBSEDCL Recruitment 2025 এর বয়সসীমা(01.01.2025 অনুযায়ী)
- ন্যূনতম: 18 বছর
- সর্বোচ্চ: 32 বছর
- SC/ST: +5 বছর
- OBC (A/B): +3 বছর
- PwBD: +10 বছর
- WBSEDCL-এর কর্মচারী: সর্বোচ্চ 45 বছর

বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা:
Assistant Manager (HR&A)
- বেতন স্কেল: ₹56,100 – ₹1,60,500
- Pay Level: Level–08
- গ্রস বেতন: মূল বেতনের সাথে DA, HRA, Medical Allowance, Electricity Allowance ইত্যাদি যোগ হবে।
Assistant Manager (F&A)
- বেতন স্কেল: ₹56,100 – ₹1,60,500
- Pay Level: Level–08
- অন্যান্য সুবিধা: DA, HRA, LTC, চিকিৎসা সুবিধা, গ্র্যাচুইটি ইত্যাদি।
Junior Engineer (Electrical) Grade-II
- বেতন স্কেল: ₹36,800 – ₹1,06,700
- Pay Level: Level–06
- অন্যান্য সুবিধা: DA, HRA, LTC, CPF, চিকিৎসা সুবিধা, বিদ্যুৎ ভাতা ইত্যাদি।
অতিরিক্ত সুবিধা (সকল পদের জন্য)
- DA
- HRA
- Medical Allowance
- Electricity Allowance
- LTC/HTC
- CPF & Gratuity
- Leave Encashment
- Indoor Medical treatment (Self & Family)
- Child Care Leave (Female)
- Paternity Leave (Male)
Employment Bond
- Assistant Manager (HR&A & F&A): ₹3,00,000
- JE (Electrical): ₹2,00,000
- ন্যূনতম সার্ভিস: ৪ বছর (১ বছর Probation + ৩ বছর Service)
নির্বাচন পক্রিয়া:
WBSEDCL-এ Assistant Manager (HR&A), Assistant Manager (F&A) ও Junior Engineer (Electrical) Grade-II পদে নির্বাচনের প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে—
প্রথম ধাপ: Computer Based Test (CBT) – 85 Marks
পরীক্ষা পদ্ধতি
- প্রশ্নের ধরন: MCQ (Objective Type)
- মোট নম্বর: 85
- সময়: 90 মিনিট
- Negative Marking: প্রতি ভুল উত্তরে –0.33
বিষয়ভিত্তিক নম্বর বিভাজন
| বিষয় | নম্বর |
|---|---|
| Domain Knowledge | 50 |
| Quantitative Aptitude | 10 |
| Computer Proficiency (MS Office) | 10 |
| English | 5 |
| Vernacular (Bengali/Nepali) | 10 |
ন্যূনতম যোগ্যতা নম্বর (CBT)
| বিভাগ | প্রয়োজনীয় ন্যূনতম নম্বর |
|---|---|
| UR/EWS | 40% |
| SC / OBC | 35% |
| ST / PwBD | 30% |
দ্বিতীয় ধাপ: Personal Interview – 15 Marks
- CBT-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 1:3 ratio তে প্রার্থীদের ডাকা হবে।
- শুধুমাত্র কলকাতায় Interview নেওয়া হবে।
- Interview-এ উপস্থিতির জন্য কোন ভ্রমণভাতা প্রদান হবে না।
তৃতীয় ধাপ: Pre-Employment Medical Examination
- Interview-এ উত্তীর্ণ প্রার্থীকে কোম্পানির নিয়ম অনুযায়ী মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- মেডিকেল পরীক্ষায় অসফল হলে নিয়োগ প্রদান করা হবে না।
Final Merit List প্রস্তুত হবে —
- CBT নম্বর
- Interview নম্বর
- মেডিকেল রিপোর্ট
- নথি যাচাই
- সংরক্ষণ নীতির ভিত্তিতে
আবেদন পক্রিয়া
১. WBSEDCL-এর ওয়েবসাইটে যান: www.wbsedcl.in → Career → Apply Online
২. Registration করুন (ইমেইল OTP লাগবে)
৩. Form পূরণ করুন, ছবি/দলিল আপলোড করুন
৪. Preview করে Submit করুন
৫. ফি জমা দিন (যদি প্রযোজ্য)
আবেদন ফি
| পদ | বিভাগ | আবেদন ফি |
|---|---|---|
| Assistant Manager (HR&A) | UR / OBC-A / OBC-B / EWS | ₹400 |
| SC / ST / PwBD / Exempted Category | ফি নেই | |
| Assistant Manager (F&A) | UR / OBC-A / OBC-B / EWS | ₹400 |
| SC / ST / PwBD / Exempted Category | ফি নেই | |
| Junior Engineer (Electrical) Grade-II | UR / OBC-A / OBC-B | ₹300 |
| SC / ST / PwBD / Exempted Category | ফি নেই |
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন শুরু: 27.11.2025 (11:00 AM)
- অনলাইন আবেদন শেষ: 29.12.2025 (11:55 PM)
- ফি জমাদানের শেষ তারিখ: 29.12.2025 (11:55 PM)
- CBT পরীক্ষার তারিখ: পরে জানানো হবে
গুরুত্বপূর্ণ তথ্য:
- Official Notice PDF➡️ DOWNLOAD NOW
- Official Application link➡️ Apply Now
- Official Website ➡️ Visit Now

আরও পড়ুন….









