এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়নে কর্মী নিয়োগ,আবেদনের শেষ তারিখ ২৬শে আগস্ট, আবেদন অনলাইনে।

AAI Recruitment 2025:এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার ইস্টার্ন অঞ্চলের পশ্চিমবঙ্গ,বিহার,ওড়িশা,ছত্তিসগড়,ঝাড়খণ্ড,সিকিম ও আন্দামান ও নিকবোর এ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।আবেদন শুরু ৫ই আগাস্ট ২০২৫ ও আবেদন শেষ ২৬শে আগাস্ট।

এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার একটি সরকারী মিনিরত্ন পাবলিক সেক্টর ইউনিট যারা ভারতের বিমানবন্দর গুলোতে বিমান চলাচল ও যাত্রী পরিবহন পরিচালনা করে।একটি বিশ্বস্ত সরকারী প্রতিষ্ঠান,যেখানে কাজ করা একটি গর্বের ও স্বাছন্দের ব্যাপার।এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া তাদের পূর্বাঞ্চলে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খন্ড সিকিম ও আন্দামান এবং নিকোবর এর স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আবেদন অনলাইনে।INFOBANGLAHUB এর পক্ষ থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল

AAI Recruitment 2025 এর নিয়োগকারী সংস্থা:

এই নিয়োগের নিয়োগ কারি সংস্থা হল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটি মিনি রত্ন পাবলিক সেক্টর ইউনিট।

AAI Recruitment 2025 এর পদের নাম:

এই নিয়মে মোট তিনটি পদে নিয়োগ করা হবে যেগুলি নিচে দেওয়া হলো।

  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট( ইলেকট্রনিক্স)
  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (একাউন্টস)
  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট( অফিসিয়াল ল্যাংগুয়েজ)

AAI Recruitment 2025 এর শিক্ষাগত যোগ্যতাও অভিজ্ঞতা:

তিনটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে যেগুলি নিচে দেওয়া হল

  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট( ইলেকট্রনিক্স)
    • যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স /টেলিকমিউনিকেশন /রেডিও ইঞ্জিনিয়ারিং
    • সংশ্লিষ্ট বিভাগে দু বছরের অভিজ্ঞতা
  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (একাউন্টস)
    • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য (B. Com)বিভাগে স্নাতক ডিগ্রি
    • এমএস অফিস দক্ষতা
    • সংশ্লিষ্ট বিভাগে দু বছরের অভিজ্ঞতা
  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট( অফিসিয়াল ল্যাংগুয়েজ)
    • যেকোনোস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বিষয়ের স্নাতকোত্ত ডিগ্রি এবং স্নাতক স্তরে ইংরেজি বিষয় হিসেবে থাকা আবশ্যক।
    • হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করার দক্ষতা ও ট্রান্সলেশন কোর্স
    • এমএস অফিস বিষয়ে দক্ষতা
AAI Recruitment 2025
AAI Recruitment 2025

AAI Recruitment 2025 এর শূন্যপদ:

পদের নামশূন্যপদ
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট( ইলেকট্রনিক্স)মোট-২১
সাধারণ-১২,OBC-৩,SC-৩,EWS-২,ST-১
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (একাউন্টস)মোট-১০
সাধারণ-০৮,SC-১,OBC-১
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট( অফিসিয়াল ল্যাংগুয়েজ)মোট-১
সাধারণ-১

AAI Recruitment 2025 এর বয়সসীমা:

এই নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় বয়সসীমা নিচে দেওয়া হল।

  • সাধারন:সর্বনিম্ন-১৮ ও সর্বোচ্চ -৩০ বৎসর
  • ST/SC: সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ 35 বছর
  • OBC(NCL) সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩৩ বছর।
  • এছাড়া মহিলা শারীরিক প্রতিবন্ধী প্রাক্তন সেনা কর্মী বিধবা ও বিবাহ বিচ্ছিন্ন দের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়া রয়েছে

বেতন:

NE-6 লেভেল অনুযায়ী ₹36,000 – ₹1,10,000 (IDA প্যাটার্ন) + অন্যান্য ভাতা (HRA, DA, PF, মেডিকেল ইত্যাদি)

নির্বাচন পক্রিয়া:

  • কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা(CBT)
    • মোট নম্বর-১০০
    • সময়-২ ঘন্টা
    • পাস নম্বর-GEN, EWS, OBC-৫০%,ST/SC-৪০%
  • পরীক্ষার বিষয়:
    • ইলেকট্রনিক্স ও অ্যাকাউন্টস-৭০% বিষয়ভিত্তিক ও ৩০% জেনারেল নলেজ,আ্যপ্টিটিউড,ইংলিশ
    • অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ:৫০% বিষয়ভিত্তিক ও ৫০% জেনারেল নলেজ
  • কম্পিউটার লিটরেসি টেস্ট:ms অফিস টেস্ট

গুরুত্বপূর্ণ তারিখ:

কার্যক্রমতারিখ
আবেদন শুরু৫ ই আগস্ট ২০২৫
আবেদন শেষ২৬ শে আগস্ট ২০২৫

আবেদন পক্রিয়া:

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি খোঁজে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে তারপর আবেদন্থী জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:

বিষয়তথ্য
official notice pdfdownload now
official websitelink

আরও পড়ুন…

IBPS এর মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এ কাস্টমার সার্ভিস এসোসিয়েট(CSA)/ক্লার্ক পদে নিয়োগ,সম্ভাব্য ৭০০০শুন্যপদ!যেকোনো বিষয়ে স্নাতক পাশ আবেদন করতে পারবেন,১লা আগস্ট থেকে আবেদন শুরু।

অয়েল ইন্ডিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ,বিশ্বস্ত সংস্থায় চাকরির সুবর্ণ সুযোগ!শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

সাউথ ইস্ট্রান কোলফিল্ডস লিমিটেডে আ্যপ্রেনটিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ,১৫৫৩ টি শুন্যপদ,শুধুমাত্র গ্র্যাজুয়েট পাশে আবেদন,আবেদন অনলাইনে,তাড়াতাড়ি আবেদন করুন!সময় সীমিত!

বর্ডার সিকিউরিটি ফোর্সে(BSF) দশম শ্রেণী পাশে ৩৫৫৮টি শূন্য পদে কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, দেশের হয়ে কাজ করে দেশের সেবা করার সুযোগ ছাড়বেন না।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে(AIIMS) বিপুল সংখ্যক নার্সিং অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ,NORCET 2025 পরীক্ষা, ৩৫০০ শূন্যপদ, সুবর্ণ সুযোগ! শীঘ্রই আবেদন করুন।

এইমস কল্যানীতে বিরাট নিয়োগের সুযোগ,থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে কাজ করার সুযোগ,স্নাতকোত্তর পাশদের,আবেদন করুন ও সম্মানের পথে এগিয়ে যান।শীঘ্রই আবেদন করুন,সময় সীমিত!

ভারতীয় রেলে নার্স,ফার্মাসিস্ট, এক্সরে,ল্যাব টেকনিশিয়ান ইত্যাদি পদে নিয়োগ,মোট শূন্যপদ ৪৩৪,আবেদন অনলাইনে,শেষ তারিখ ০৮ই সেপ্টেম্বর ২০২৫,বিরাট সুযোগ!

জগদীশ বোস ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ স্কলারশীপ বিজ্ঞান বিভাগে পড়ার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা,দশম শ্রেণী পাশের পর বিজ্ঞানী হওয়ার সুযোগ।আবেদনের শেষ তারিখ ৩১শে জুলাই,২০২৫।

5 Best Scholarship for 10th & 12th Pass Students of West Bengal:দশম ও দ্বাদশ পাশে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সেরা ৫ টি স্কলারশীপ যা আপনাকে জানতে হবে,নাহলে বিরাট ক্ষতি,বিস্তারিত পড়ুন।

Leave a Comment