AAI Recruitment 2025:এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার ইস্টার্ন অঞ্চলের পশ্চিমবঙ্গ,বিহার,ওড়িশা,ছত্তিসগড়,ঝাড়খণ্ড,সিকিম ও আন্দামান ও নিকবোর এ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।আবেদন শুরু ৫ই আগাস্ট ২০২৫ ও আবেদন শেষ ২৬শে আগাস্ট।
এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার একটি সরকারী মিনিরত্ন পাবলিক সেক্টর ইউনিট যারা ভারতের বিমানবন্দর গুলোতে বিমান চলাচল ও যাত্রী পরিবহন পরিচালনা করে।একটি বিশ্বস্ত সরকারী প্রতিষ্ঠান,যেখানে কাজ করা একটি গর্বের ও স্বাছন্দের ব্যাপার।এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া তাদের পূর্বাঞ্চলে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খন্ড সিকিম ও আন্দামান এবং নিকোবর এর স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আবেদন অনলাইনে।INFOBANGLAHUB এর পক্ষ থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল
AAI Recruitment 2025 এর নিয়োগকারী সংস্থা:
এই নিয়োগের নিয়োগ কারি সংস্থা হল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটি মিনি রত্ন পাবলিক সেক্টর ইউনিট।
AAI Recruitment 2025 এর পদের নাম:
এই নিয়মে মোট তিনটি পদে নিয়োগ করা হবে যেগুলি নিচে দেওয়া হলো।
- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট( ইলেকট্রনিক্স)
- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (একাউন্টস)
- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট( অফিসিয়াল ল্যাংগুয়েজ)
AAI Recruitment 2025 এর শিক্ষাগত যোগ্যতাও অভিজ্ঞতা:
তিনটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে যেগুলি নিচে দেওয়া হল
- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট( ইলেকট্রনিক্স)
- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স /টেলিকমিউনিকেশন /রেডিও ইঞ্জিনিয়ারিং
- সংশ্লিষ্ট বিভাগে দু বছরের অভিজ্ঞতা
- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (একাউন্টস)
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য (B. Com)বিভাগে স্নাতক ডিগ্রি
- এমএস অফিস দক্ষতা
- সংশ্লিষ্ট বিভাগে দু বছরের অভিজ্ঞতা
- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট( অফিসিয়াল ল্যাংগুয়েজ)
- যেকোনোস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বিষয়ের স্নাতকোত্ত ডিগ্রি এবং স্নাতক স্তরে ইংরেজি বিষয় হিসেবে থাকা আবশ্যক।
- হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করার দক্ষতা ও ট্রান্সলেশন কোর্স
- এমএস অফিস বিষয়ে দক্ষতা

AAI Recruitment 2025 এর শূন্যপদ:
| পদের নাম | শূন্যপদ |
| সিনিয়র অ্যাসিস্ট্যান্ট( ইলেকট্রনিক্স) | মোট-২১ সাধারণ-১২,OBC-৩,SC-৩,EWS-২,ST-১ |
| সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (একাউন্টস) | মোট-১০ সাধারণ-০৮,SC-১,OBC-১ |
| সিনিয়র অ্যাসিস্ট্যান্ট( অফিসিয়াল ল্যাংগুয়েজ) | মোট-১ সাধারণ-১ |
AAI Recruitment 2025 এর বয়সসীমা:
এই নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় বয়সসীমা নিচে দেওয়া হল।
- সাধারন:সর্বনিম্ন-১৮ ও সর্বোচ্চ -৩০ বৎসর
- ST/SC: সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ 35 বছর
- OBC(NCL) সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩৩ বছর।
- এছাড়া মহিলা শারীরিক প্রতিবন্ধী প্রাক্তন সেনা কর্মী বিধবা ও বিবাহ বিচ্ছিন্ন দের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়া রয়েছে
বেতন:
NE-6 লেভেল অনুযায়ী ₹36,000 – ₹1,10,000 (IDA প্যাটার্ন) + অন্যান্য ভাতা (HRA, DA, PF, মেডিকেল ইত্যাদি)
নির্বাচন পক্রিয়া:
- কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা(CBT)
- মোট নম্বর-১০০
- সময়-২ ঘন্টা
- পাস নম্বর-GEN, EWS, OBC-৫০%,ST/SC-৪০%
- পরীক্ষার বিষয়:
- ইলেকট্রনিক্স ও অ্যাকাউন্টস-৭০% বিষয়ভিত্তিক ও ৩০% জেনারেল নলেজ,আ্যপ্টিটিউড,ইংলিশ
- অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ:৫০% বিষয়ভিত্তিক ও ৫০% জেনারেল নলেজ
- কম্পিউটার লিটরেসি টেস্ট:ms অফিস টেস্ট
গুরুত্বপূর্ণ তারিখ:
| কার্যক্রম | তারিখ |
| আবেদন শুরু | ৫ ই আগস্ট ২০২৫ |
| আবেদন শেষ | ২৬ শে আগস্ট ২০২৫ |
আবেদন পক্রিয়া:
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি খোঁজে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে তারপর আবেদন্থী জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য:
| বিষয় | তথ্য |
| official notice pdf | download now |
| official website | link |
আরও পড়ুন…










