ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্সে(BSF)৩৫৮৮ শূন্যপদে ট্রেডসম্যান কনস্টেবল পদে মহিলা ও পুরুষ চাকরিপ্রার্থী দের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।১০ম শ্রেণী পাশে আবেদন।

BSF Constable Tradesman Vacancy 2025:স্বরাষ্ট্র এর মন্ত্রকের বিশ্বস্ত দেশের সীমার অতন্দ্র প্রহরী বর্ডার সিকিউরিটি ফোর্স(BSF)।এই বাহিনী দেশের সীমা পাহারায় সজাগ সব সময়,আসলে এই বাহিনী দেশের সেবায় সর্বদা এক পা এগিয়ে থাকে।তাই যারা দেশ সেবাকে ব্রত হিসেবে নিতে চান,তারা সর্বদাই দেশ রক্ষা বাহিনী তে যোগ দিতে চান।এই সুবর্ন সুযোগ করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক তাদের বিএসএফ(BSF) ট্রেডসম্যান কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এই নিয়োগে পুরুষদের পাশাপাশি মহিলাদের ও সমান সুযোগ করে দিয়েছে।INFOBANGLAHUB এর পক্ষ থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হলো।
BSF Constable Tradesman Vacancy 2025 এর নিয়োগকারী সংস্থা:
এই নিয়োগের নিয়োগকারী সংস্থা হল ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর বর্ডার সিকিউরিটি ফোর্স(BSF)।
BSF Constable Tradesman Vacancy 2025 এর পদের নাম:
এই নিয়োগে বর্ডার সিকিউরিটি ফোর্স এ কনস্টেবল ট্রেডসম্যান পদে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে।
BSF Constable Tradesman Vacancy 2025 এর মোট শূন্যপদ:
এই নিয়োগের মোট ৩৫৮৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে।পুরুষদের জন্য ৩৪০৬ টি শূন্যপদ ও মহিলাদের জন্য ১৮২ টি শূন্যপদ।এই শূন্যপদগুলো বিভিন্ন ট্রেড অনুযায়ী আলাদা সেগুলি নীচে দেওয়া হলো।
পুরুষ শূন্যপদ
| ট্রেড | শূন্যপদ |
| কুক | ১৪৬২ |
| ওয়াটার ক্যারিয়ার | ৬৯৯ |
| সুইপার | ৬৫২ |
| ওয়াশার ম্যান | ৩২০ |
| নাপিত | ১১৫ |
| মালী | ৫ |
| ইলেকট্রিশিয়ান | ৫ |
| পেইন্টার | ৪ |
| প্লাম্বার | ১ |
| কাঠমিস্ত্রি | ৩৮ |
| ট্রেলার | ১৮ |
| কবলার | ৬৫ |
| ওয়েটার | ১৩ |
| পাম্প অপারেটর | ১ |
| খোঁজি | ১১ |
| আপহোলস্টার | ১ |
| মোট | ৩৪০৬ |
মহিলা শূন্যপদ
| ট্রেড | শূন্যপদ |
| কুক | ৩৩ |
| ওয়াটার ক্যারিয়ার | ৩৮ |
| সুইপার | ৫০ |
| ওয়াশার ম্যান | ১৭ |
| নাপিত | ৬ |
| ট্রেলার | ১ |
| কবলার | ২ |
| মোট | ১৮২ |
BSF Constable Tradesman Vacancy 2025 এর শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা:
কুক,ওয়েটার,ওয়াটার ক্যারিয়ার ট্রেডের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:
- মাধ্যমিক পাস যেকোনো স্বীকৃত বোর্ড থেকে।
- NSQF-লেভেল ৮ কোর্স(Food/Kitchen)National Skill Development Corporation থেকে।
কাঠমিস্ত্রি,প্লাম্বার,পেইন্টার,আপহোলস্টার,ইলেকট্রিশিয়ান,পাম্প অপারেটর এর যোগ্যতা ও দক্ষতা:
- মাধ্যমিক পাস যেকোনো স্বীকৃত বোর্ড থেকে
- নির্দিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই সার্টিফিকেট কোর্স
- অথবা ১ বছরের আইটিআই কোর্স ও ১ বছরের অভিজ্ঞতা।
সুইপার,কলবার,বারবার,ওয়াশার ম্যান,খোঁজি,ট্রেলার যোগ্যতা ও দক্ষতা:
- মাধ্যমিক পাস যেকোনো স্বীকৃত বোর্ড থেকে
- সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে

BSF Constable Tradesman Vacancy 2025 এর শারিরীক দক্ষতা:
পুরুষদের জন্য:
- উচ্চতা:১৬৫ সেমি(ST/নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক ছাড় প্রযোজ্য।)
- ছাতি:৭৫ থেকে ৮০ সেমি
মহিলাদের জন্য:
উচ্চতা:১৫৫ সেমি(ST/নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক ছাড় প্রযোজ্য)
BSF Constable Tradesman Vacancy 2025 এর বয়সসীমা:
- ১৮ থেকে ২৫ বৎসর(আবেদনের শেষ তারিখ বয়স হিসাব করার ক্ষেত্রে গণ্য হবে।)
- সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতদের বয়সে ছাড় রয়েছে।

BSF Constable Tradesman Vacancy 2025 এর বেতন:
এই নিয়োগে নিয়োগ প্রাপ্ত কর্মচারীরা যা বেতন পাবেন তা নিচে দেওয়া হলো
₹21,700 – ₹69,100/- (Level-3, 7th CPC অনুযায়ী) + অন্যান্য কেন্দ্রীয় ভাতা।
BSF Constable Tradesman Vacancy 2025 এর নির্বাচন পক্রিয়া:
এই নিয়োগে আবেদনকারীদের নিচের কয়েকটি পরীক্ষা ধাপের মাধ্যমে
- শারীরিক মান পরীক্ষা(PST)
- শারীরিক দক্ষতা পরীক্ষা(PET)
- লিখিত পরীক্ষা ও এম আর ভিত্তিক
- ট্রেড টেস্ট
- নথিপত্র যাচাই
- মেডিকেল পরীক্ষা
- ফাইনাল মেরিট লিস্ট উপরের সবকিছুর উপর ভিত্তি করে।
BSF Constable Tradesman Vacancy 2025 এর আবেদন পক্রিয়া:
- আবেদন পদ্ধতি: কেবল অনলাইনে
- ওয়েবসাইট: https://rectt.bsf.gov.in
- আবেবেদন শুরুর তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের পর
- আবেদনের শেষ তারিখ: Employment Newspaper-এ প্রকাশের ৩০ দিনের মধ্যে
- বিস্তারিত বিজ্ঞপ্তি ও রাজ্যভিত্তিক কোটা দেখতে লগইন করুন অফিসিয়াল ওয়েবসাইটে
গুরুত্বপূর্ণ তারিখ :
| অনলাইন আবেদন শুরু | শীঘ্রই জানানো হবে অফিশিয়াল ওয়েবসাইটে |
| অনলাইন আবেদন শেষ | আবেদন শুরু হওয়ার থেকে 30 দিন পর্যন্ত |
গুরুত্বপূর্ণ তথ্য:
| Official Short Notice PDF | Download Now |
| Direct Application Link | Link Will be active shortly |
| Official Website | Link |
আরো পড়ুন…










