Indian Army TGC-143 July 2026:ভারতীয় সেনাবাহিনীতে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স(TGC-143) এর বিজ্ঞপ্তি প্রকাশ লেফটেন্যান্ট,কর্নেল ও মেজর পদের জন্য। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

আপনি যদি একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হন এবং দেশের সেবায় অংশগ্রহণের স্বপ্ন দেখেন, তবে Indian Army TGC-143 (July 2026) কোর্স হতে পারে আপনার জীবনের সবচেয়ে সম্মানজনক সুযোগ।দেশের গর্ব – ভারতীয় সেনাবাহিনী-এর অংশ হতে আজই আবেদন করুন।INFOBANGLAHUB.COM এর পক্ষ থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ:
| বিষয় | বিবরণ |
| কোর্সের নাম | টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্স(TGC-143,July-2026) |
| কোর্সের রুপানকারী সংস্থা | ভারতীয় সেনাবাহিনী |
| প্রশিক্ষণের স্থান | ইন্ডিয়ান মিলিটারি একাডেমি,দেরাদুন |
| প্রশিক্ষণের সময়কাল | বারো মাস |
| প্রশিক্ষণপ্রাপ্তদের সংখ্যা | ৩০( পরে শূন্যপদ বাড়তে পারে) |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| কারা আবেদন করতে পারবেন | শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন |
Indian Army TGC-143 July 2026 এর শিক্ষাগত যোগ্যতা:
এই নিয়োগ শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং (B.E. / B.Tech) ডিগ্রিধারী বা ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রদের জন্য।যোগ্য শাখাসমূহের মধ্যে রয়েছে —
- Civil Engineering
- Computer Science / Information Technology
- Electrical / Electrical & Electronics
- Electronics / Telecommunication / Instrumentation
- Mechanical / Production / Industrial / Mechatronics
- Miscellaneous Engineering Streams যেমন Bio-Tech, Architecture, Aerospace, Chemical, Textile ইত্যাদি।
Indian Army TGC-143 July 2026 এর বয়স সীমা:
- সর্বনিম্ন ২০ বছর
- সর্বোচ্চ-২৭ বছর
এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুসারে নির্দিষ্ট বয়সে ছাড়া রয়েছে
বেতন ও প্রশিক্ষণ চলাকালীন ভাতা:
| পদ | লেভেল | মূল বেতন (₹) |
|---|---|---|
| Lieutenant | Level 10 | ₹56,100 – ₹1,77,500 |
| Captain | Level 10B | ₹61,300 – ₹1,93,900 |
| Major | Level 11 | ₹69,400 – ₹2,07,200 |
| Lt. Colonel | Level 12A | ₹1,21,200 – ₹2,12,400 |
| Colonel | Level 13 | ₹1,30,600 – ₹2,15,900 |
- প্রশিক্ষণকালীন স্টাইপেন্ড: ₹56,100/- প্রতি মাসে
- বার্ষিক গড় CTC: প্রায় ₹17–18 লক্ষ টাকা
- Medical + Travel Allowance: সম্পূর্ণ ফ্রি
- Technical Allowance: ₹3,000 – ₹4,500 প্রতি মাসে
- MSP (Military Service Pay): ₹15,500/- প্রতি মাসে
- Children Education Allowance: ₹2,812 প্রতি মাসে (২ সন্তানের জন্য)
- Uniform Allowance: ₹25,000/- প্রতি বছর

Indian Army TGC-143 July 2026 এর নির্বাচন করতে প্রক্রিয়া
Online Application:
প্রথমে প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
Shortlisting of Applications:
প্রতিটি ইঞ্জিনিয়ারিং স্ট্রিম অনুযায়ী প্রার্থীদের Cumulative Percentage of Marks (Cut-off) এর ভিত্তিতে বাছাই করা হবে।
SSB Interview:
শর্টলিস্টেড প্রার্থীদের জানুয়ারি থেকে মার্চ ২০২৬-এর মধ্যে ৫ দিনের SSB সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
SSB অনুষ্ঠিত হবে —
- আলাহাবাদ (প্রয়াগরাজ),
- ভোপাল,
- বেঙ্গালুরু এবং
- জলন্ধর কেন্দ্রে।
Medical Examination:
SSB উত্তীর্ণ প্রার্থীদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
Merit List:
SSB মার্কসের ভিত্তিতে স্ট্রিমভিত্তিক মেধাতালিকা তৈরি হবে। সমান নম্বর হলে বয়সে বড় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
Final Selection & Training:
যোগ্য প্রার্থীদের Indian Military Academy, Dehradun-এ প্রশিক্ষণের জন্য ডাকা হবে।
Indian Army TGC-143 July 2026 এর গুরুত্বপূর্ণ তারিখ তারিখ
| ইভেন্ট | তারিখ |
|---|---|
| আবেদন শুরুর তারিখ | ৮ অক্টোবর ২০২৫ (দুপুর ৩টা) |
| আবেদন শেষ তারিখ | ৬ নভেম্বর ২০২৫ (দুপুর ৩টা) |
| Cut-off প্রকাশ | ডিসেম্বর ২০২৫-এর শেষ সপ্তাহে |
| SSB সাক্ষাৎকার | জানুয়ারি – মার্চ ২০২৬ |
| প্রশিক্ষণ শুরু | জুলাই ২০২৬ |
প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য
- প্রশিক্ষণ হবে Indian Military Academy (IMA), Dehradun-এ।
- সময়কাল: প্রায় ১২ মাস।
- প্রশিক্ষণ চলাকালীন কোনো প্রার্থী বিবাহ করতে পারবেন না।
- প্রশিক্ষণ সম্পূর্ণভাবে ভারত সরকার কর্তৃক অর্থায়িত।
- প্রশিক্ষণ চলাকালে কোনো কারণে (নিজের দোষে) প্রশিক্ষণ ত্যাগ করলে প্রার্থীকে সরকারের ব্যয় ফেরত দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র
- ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট (জন্মতারিখ প্রমাণ)
- সমস্ত সেমিস্টারের মার্কশিট
- B.E./B.Tech ডিগ্রি বা প্রোভিশনাল সার্টিফিকেট
- ফাইনাল ইয়ারের প্রার্থীদের “প্রিন্সিপালের সার্টিফিকেট” যে তারা ১ জুলাই ২০২৬-এর মধ্যে পরীক্ষা শেষ করবে
- Aadhaar / PAN / Passport ইত্যাদি আইডি প্রুফ
- পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর
How to Apply for Indian Army TGC-143 July 2026
- ভিজিট করুন 👉 www.joinindianarmy.nic.in
- “Officer Entry Apply/Login” → “Registration” (প্রথমবার হলে)
- লগইন করে “Technical Graduate Course (TGC-143)” নির্বাচন করুন।
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে “Submit” করুন।
- জমা দেওয়ার পর আবেদনের প্রিন্ট কপি নিজের কাছে রাখুন।
আবেদন ফি:
এই করছে আবেদনের জন্য কোন আবেদন ফি কাউকে দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে।

গুরুত্বপূর্ণ তথ্য
- কোর্সের অফিসিয়াল নোটিস পিডিএফ➡️ডাউনলোড করুন
- অফিসিয়াল ওয়েবসাইট➡️ভিজিট করুন
আরও পড়ুন……










