Indian Army TGC-143 July 2026: ভারতীয় সেনাবাহিনীতে শুধুমাত্র স্নাতক পাশে টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।।

Indian Army TGC-143 July 2026:ভারতীয় সেনাবাহিনীতে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স(TGC-143) এর বিজ্ঞপ্তি প্রকাশ লেফটেন্যান্ট,কর্নেল ও মেজর পদের জন্য। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

Indian Army TGC-143 July 2026
Indian Army TGC-143 July 2026

আপনি যদি একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হন এবং দেশের সেবায় অংশগ্রহণের স্বপ্ন দেখেন, তবে Indian Army TGC-143 (July 2026) কোর্স হতে পারে আপনার জীবনের সবচেয়ে সম্মানজনক সুযোগ।দেশের গর্ব – ভারতীয় সেনাবাহিনী-এর অংশ হতে আজই আবেদন করুন।INFOBANGLAHUB.COM এর পক্ষ থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ:

বিষয়বিবরণ
কোর্সের নামটেকনিক্যাল গ্রাজুয়েট কোর্স(TGC-143,July-2026)
কোর্সের রুপানকারী সংস্থাভারতীয় সেনাবাহিনী
প্রশিক্ষণের স্থানইন্ডিয়ান মিলিটারি একাডেমি,দেরাদুন
প্রশিক্ষণের সময়কালবারো মাস
প্রশিক্ষণপ্রাপ্তদের সংখ্যা৩০( পরে শূন্যপদ বাড়তে পারে)
আবেদনের মাধ্যমঅনলাইন
কারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন

Indian Army TGC-143 July 2026 এর শিক্ষাগত যোগ্যতা:

এই নিয়োগ শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং (B.E. / B.Tech) ডিগ্রিধারী বা ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রদের জন্য।যোগ্য শাখাসমূহের মধ্যে রয়েছে —

  • Civil Engineering
  • Computer Science / Information Technology
  • Electrical / Electrical & Electronics
  • Electronics / Telecommunication / Instrumentation
  • Mechanical / Production / Industrial / Mechatronics
  • Miscellaneous Engineering Streams যেমন Bio-Tech, Architecture, Aerospace, Chemical, Textile ইত্যাদি।

Indian Army TGC-143 July 2026 এর বয়স সীমা:

  • সর্বনিম্ন ২০ বছর
  • সর্বোচ্চ-২৭ বছর

এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুসারে নির্দিষ্ট বয়সে ছাড়া রয়েছে

বেতন ও প্রশিক্ষণ চলাকালীন ভাতা:

পদলেভেলমূল বেতন (₹)
LieutenantLevel 10₹56,100 – ₹1,77,500
CaptainLevel 10B₹61,300 – ₹1,93,900
MajorLevel 11₹69,400 – ₹2,07,200
Lt. ColonelLevel 12A₹1,21,200 – ₹2,12,400
ColonelLevel 13₹1,30,600 – ₹2,15,900
  • প্রশিক্ষণকালীন স্টাইপেন্ড: ₹56,100/- প্রতি মাসে
  • বার্ষিক গড় CTC: প্রায় ₹17–18 লক্ষ টাকা
  • Medical + Travel Allowance: সম্পূর্ণ ফ্রি
  • Technical Allowance: ₹3,000 – ₹4,500 প্রতি মাসে
  • MSP (Military Service Pay): ₹15,500/- প্রতি মাসে
  • Children Education Allowance: ₹2,812 প্রতি মাসে (২ সন্তানের জন্য)
  • Uniform Allowance: ₹25,000/- প্রতি বছর
Indian Army TGC-143 July 2026
Indian Army TGC-143 July 2026

Indian Army TGC-143 July 2026 এর নির্বাচন করতে প্রক্রিয়া

Online Application:
প্রথমে প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

Shortlisting of Applications:
প্রতিটি ইঞ্জিনিয়ারিং স্ট্রিম অনুযায়ী প্রার্থীদের Cumulative Percentage of Marks (Cut-off) এর ভিত্তিতে বাছাই করা হবে।

SSB Interview:
শর্টলিস্টেড প্রার্থীদের জানুয়ারি থেকে মার্চ ২০২৬-এর মধ্যে ৫ দিনের SSB সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
SSB অনুষ্ঠিত হবে —

  • আলাহাবাদ (প্রয়াগরাজ),
  • ভোপাল,
  • বেঙ্গালুরু এবং
  • জলন্ধর কেন্দ্রে।

Medical Examination:
SSB উত্তীর্ণ প্রার্থীদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

Merit List:
SSB মার্কসের ভিত্তিতে স্ট্রিমভিত্তিক মেধাতালিকা তৈরি হবে। সমান নম্বর হলে বয়সে বড় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

Final Selection & Training:
যোগ্য প্রার্থীদের Indian Military Academy, Dehradun-এ প্রশিক্ষণের জন্য ডাকা হবে।

Indian Army TGC-143 July 2026 এর গুরুত্বপূর্ণ তারিখ তারিখ

ইভেন্টতারিখ
আবেদন শুরুর তারিখ৮ অক্টোবর ২০২৫ (দুপুর ৩টা)
আবেদন শেষ তারিখ৬ নভেম্বর ২০২৫ (দুপুর ৩টা)
Cut-off প্রকাশডিসেম্বর ২০২৫-এর শেষ সপ্তাহে
SSB সাক্ষাৎকারজানুয়ারি – মার্চ ২০২৬
প্রশিক্ষণ শুরুজুলাই ২০২৬

প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য

  • প্রশিক্ষণ হবে Indian Military Academy (IMA), Dehradun-এ।
  • সময়কাল: প্রায় ১২ মাস।
  • প্রশিক্ষণ চলাকালীন কোনো প্রার্থী বিবাহ করতে পারবেন না।
  • প্রশিক্ষণ সম্পূর্ণভাবে ভারত সরকার কর্তৃক অর্থায়িত
  • প্রশিক্ষণ চলাকালে কোনো কারণে (নিজের দোষে) প্রশিক্ষণ ত্যাগ করলে প্রার্থীকে সরকারের ব্যয় ফেরত দিতে হবে।
Indian Army TGC-143 July 2026
Indian Army TGC-143 July 2026

প্রয়োজনীয় নথিপত্র

  • ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট (জন্মতারিখ প্রমাণ)
  • সমস্ত সেমিস্টারের মার্কশিট
  • B.E./B.Tech ডিগ্রি বা প্রোভিশনাল সার্টিফিকেট
  • ফাইনাল ইয়ারের প্রার্থীদের “প্রিন্সিপালের সার্টিফিকেট” যে তারা ১ জুলাই ২০২৬-এর মধ্যে পরীক্ষা শেষ করবে
  • Aadhaar / PAN / Passport ইত্যাদি আইডি প্রুফ
  • পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর

How to Apply for Indian Army TGC-143 July 2026

  • ভিজিট করুন 👉 www.joinindianarmy.nic.in
  • “Officer Entry Apply/Login” → “Registration” (প্রথমবার হলে)
  • লগইন করে “Technical Graduate Course (TGC-143)” নির্বাচন করুন।
  • সব তথ্য সঠিকভাবে পূরণ করে “Submit” করুন।
  • জমা দেওয়ার পর আবেদনের প্রিন্ট কপি নিজের কাছে রাখুন।

আবেদন ফি:

এই করছে আবেদনের জন্য কোন আবেদন ফি কাউকে দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে।

Indian Army TGC-143 July 2026
Indian Army TGC-143 July 2026

গুরুত্বপূর্ণ তথ্য

আরও পড়ুন……

কানারা ব্যাঙ্ক সিকিউরিটিজ লিমিটেড এ যে কোন বিষয়ে স্নাতক পাশে ট্রেনি পদে নিয়োগ বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসে রেলওয়ের বিদ্যালয়ে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

ভারতীয় ডাক বিভাগে শুধুমাত্র স্নাতক পাসে পেমেন্ট ব্যাংকে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বর্ডার রোড অর্গানাইজেশনে ৫৪২টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। সুযোগ হাতছাড়া করবেন না। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

Leave a Comment