বিরাট সুযোগ!রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে যে কোন বিষয়ে স্নাতক পাশে স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড ইত্যাদি ৫৮১০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
Indian Railways NTPC Graduate Level Vacancy 2026:ভারতীয় রেলে স্টেশন মাস্টার ক্লার্ক ইত্যাদি প্রায় ৫৮১০টি শুন্য পদে শুধুমাত্র যেকোন বিষয়ে স্নাতক পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
Indian Railways NTPC Graduate Level Vacancy 2026
ভারতীয় রেলওয়ে কর্তৃক ২০২৫–২৬ অর্থবর্ষে RRB NTPC (Non-Technical Popular Categories) পদের অধীনে বিপুল সংখ্যক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্নাতক ও উচ্চ মাধ্যমিক উভয় স্তরের প্রার্থীদের জন্য এই নিয়োগ একটি সুবর্ণ সুযোগ। প্রার্থীদের জন্য বিভিন্ন জোনে একাধিক গ্রুপ-সি নন-টেকনিক্যাল পদ খালি রয়েছে।এই পরীক্ষার মাধ্যমে স্টেশন মাস্টার, ক্লার্ক, টাইপিস্ট, গুডস গার্ড, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক প্রভৃতি পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।INFOBANGLAhUB.COM এর পক্ষ থেকে এ নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
কনিষ্ঠ হিসাব সহকারী ও টাইপিস্ট (Junior Accounts Assistant Cum Typist)
921
জ্যেষ্ঠ কেরানি ও টাইপিস্ট (Senior Clerk Cum Typist)
638
ট্রাফিক সহকারী (Traffic Assistant)
59
মোট শূন্যপদ:৫,৮১০ (5810) টি
নিচে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জোনভিত্তিক শূন্য পদের বিবরণ দেওয়া হল
RRB নাম
শূন্যপদ সংখ্যা
RRB আহমেদাবাদ
280
RRB আজমের
220
RRB আলাহাবাদ (প্রয়াগরাজ)
310
RRB বেঙ্গালুরু
260
RRB ভোপাল
240
RRB ভুবনেশ্বর
190
RRB বিলাসপুর
320
RRB চণ্ডীগড়
215
RRB চেন্নাই
285
RRB গোরখপুর
270
RRB গৌহাটি
230
RRB জাম্মু-শ্রীনগর
175
RRB কলকাতা
310
RRB মালদা
225
RRB মুজাফফরপুর
190
RRB পাটনা
235
RRB রাঁচি
245
RRB সেকেন্দ্রাবাদ
360
RRB শিলিগুড়ি
140
RRB তিরুবনন্তপুরম
205
মোট
৫৮১০
Indian Railways NTPC Graduate Level Vacancy 2026 এর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:
এই নিয়োগে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত দেওয়া হল
স্নাতক স্তর:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (Bachelor’s Degree) থাকতে হবে।
টাইপিং বা কম্পিউটার দক্ষতা থাকলে বিশেষ সুবিধা দেওয়া হবে।
Indian Railways NTPC Graduate Level Vacancy 2026 এর শারীরিক মানদণ্ড:
প্রার্থীদের নির্ধারিত মেডিক্যাল মান অনুযায়ী উপযুক্ত হতে হবে। প্রধান তিনটি শ্রেণি হলো —
A2: পূর্ণ শারীরিক সক্ষমতা, চক্ষু পরীক্ষায় 6/9 দৃষ্টি শক্তি প্রয়োজন (চশমা ছাড়া)।
B2: 6/9 বা 6/12 দৃষ্টি (চশমা সহ/ছাড়া)।
C2: 6/12 দৃষ্টি প্রয়োজন।
গুরুত্বপূর্ণ: যারা LASIK বা অন্যান্য চোখের অপারেশন করিয়েছেন, তারা A2 শ্রেণির পদের জন্য যোগ্য নন।
Indian Railways NTPC Graduate Level Vacancy 2026
Indian Railways NTPC Graduate Level Vacancy 2026 এর বয়সসীমা:০১লা জানুয়ারী ২০২৬ অনুযায়ী
সাধারণ (UR/EWS): 18 – 33 বছর
OBC (NCL): সর্বোচ্চ 36 বছর
SC/ST: সর্বোচ্চ 38 বছর
অন্যান্য সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য।
Indian Railways NTPC Graduate Level Vacancy 2026 এর গুরুত্বপূর্ণ তারিখ:
কার্যক্রম
তারিখ
অনলাইন আবেদন শুরু
২১শে অক্টোবর,২০২৫
অনলাইন আবেদন শেষ
২০শে নভেম্বর,২০২৫
অনলাইন ফি দেওয়ার শেষ তারিখ
২২শে নভেম্বর,২০২৫
অনলাইন আবেদন ভুল থাকলে ঠিক করার শেষ তারিখ
২৩শে নভেম্বর-২রা ডিসেম্বর,২০২৫
Indian Railways NTPC Graduate Level Vacancy 2026 এর নির্বাচন পক্রিয়া:
নিয়োগ প্রক্রিয়া মোট ৫টি ধাপে সম্পন্ন হবে
প্রথম ধাপ CBT (Computer Based Test – 1)
সব পদের জন্য সাধারণ পরীক্ষা।
মোট প্রশ্ন: ১০০টি (১ নম্বর প্রতি প্রশ্ন)
সাধারণ জ্ঞান – 40
গণিত – 30
যুক্তি ও বিশ্লেষণ – 30
সময়: ৯০ মিনিট
ভুল উত্তরে ⅓ নম্বর কাটা যাবে।
দ্বিতীয় ধাপ CBT (Post-Specific Test)
পদের ভিত্তিতে কঠিনতা বেশি।
CBT–1-এর ফলাফলের ভিত্তিতে প্রার্থী নির্বাচিত হবে।
এই ধাপের নম্বরই মেধা তালিকা (Merit List) নির্ধারণে গুরুত্বপূর্ণ।
টাইপিং / অ্যাপ্টিটিউড টেস্ট
Typing Skill Test: কনিষ্ঠ ও জ্যেষ্ঠ কেরানি পদে প্রযোজ্য।
গতি: ইংরেজিতে ৩০ wpm / হিন্দিতে ২৫ wpm
Computer Based Aptitude Test (CBAT):
স্টেশন মাস্টার ও ট্রাফিক সহকারীর জন্য প্রযোজ্য।
প্রতিটি ব্যাটারিতে ন্যূনতম ৪২ নম্বর আবশ্যক।
ডকুমেন্ট যাচাই (Document Verification)
শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স, PwBD ইত্যাদি নথি যাচাই করা হবে।
কোনো ত্রুটি থাকলে আবেদন বাতিল হবে।
মেডিক্যাল পরীক্ষা (Medical Test)
নির্ধারিত A2 / B2 / C2 মেডিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ফিটনেস টেস্ট হবে।
অকৃতকার্য প্রার্থীরা নির্বাচিত হবেন না।
চূড়ান্ত নির্বাচন
CBT–2, Skill/Aptitude Test, Document Verification ও Medical Test — সব ধাপে যোগ্য প্রার্থীরাই মেধা তালিকায় (Final Merit List) অন্তর্ভুক্ত হবেন।
Indian Railways NTPC Graduate Level Vacancy 2026 এর বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা
এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নির্বাচিত প্রার্থীদের বেতন ৭ম পে কমিশন অনুযায়ী নির্ধারিত হবে। পদভেদে প্রারম্ভিক বেতন নিম্নরূপ —
চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজর এবং স্টেশন মাস্টার পদে প্রারম্ভিক বেতন নির্ধারিত হয়েছে ₹35,400 টাকা (Pay Level 6)। গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে প্রারম্ভিক বেতন হবে ₹29,200 টাকা (Pay Level 5)। অন্যদিকে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে প্রারম্ভিক বেতন নির্ধারিত হয়েছে ₹25,500 টাকা (Pay Level 4)।
বেতনের পাশাপাশি প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বিভিন্ন ভাতা ও সুবিধা পাবেন, যেমন—
মহার্ঘ ভাতা (Dearness Allowance): সময় সময় কেন্দ্রীয় সরকারের নির্ধারিত হারে বৃদ্ধি পায়।
বাড়ি ভাড়া ভাতা (House Rent Allowance): কর্মস্থলের শ্রেণি অনুযায়ী (মহানগর, শহর বা গ্রামীণ এলাকা) ৮% থেকে ২৪% পর্যন্ত প্রদান করা হবে।
ভ্রমণ ভাতা (Travel Allowance): অফিসিয়াল কাজে যাতায়াতের জন্য নির্দিষ্ট ভাতা।
পেনশন ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা (Pension & PF): সরকারি নিয়ম অনুযায়ী অবসরকালীন সুবিধা।
চিকিৎসা সুবিধা (Medical Facilities): কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য রেলওয়ের হাসপাতাল সুবিধা প্রযোজ্য।
বিনামূল্যে ট্রেন ভ্রমণ (Free Railway Pass): নির্দিষ্ট শ্রেণির ভ্রমণে কর্মী ও তাঁর পরিবারের জন্য বিনামূল্যে বা রেয়াতমূল্যে যাত্রার সুযোগ।
বার্ষিক ইনক্রিমেন্ট ও বোনাস: কাজের পারফরম্যান্স ও মেয়াদ অনুযায়ী প্রতি বছর বেতন বৃদ্ধি ও বোনাসের সুবিধা।
প্রমোশন সুবিধা: অভ্যন্তরীণ পরীক্ষা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চ পদে উন্নীত হওয়ার সুযোগ থাকবে।
এই সমস্ত সুবিধার কারণে RRB NTPC পদগুলো কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় ও স্থিতিশীল চাকরি হিসেবে বিবেচিত।
Indian Railways NTPC Graduate Level Vacancy 2026 এর আবেদন প্রক্রিয়া
১. অনলাইন আবেদন: প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে নির্বাচিত একটি মাত্র RRB ওয়েবসাইটে। একাধিক আবেদন বাতিল বলে গণ্য হবে।
২. অ্যাকাউন্ট তৈরি: প্রথমে RRB ওয়েবসাইটে “Create an Account” অপশন ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে (পূর্বে থাকলে পুরনো লগইন ব্যবহার করা যাবে)।
৩. ফর্ম পূরণ ও আপলোড: নাম, জন্মতারিখ, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য পূরণ করে সাম্প্রতিক ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। প্রয়োজনীয় সার্টিফিকেটের স্ক্যান কপিও যুক্ত করতে হবে।
৪. ফি প্রদান: ফি অনলাইনে দিতে হবে —
সাধারণ/OBC/EWS: ₹500 (পরীক্ষায় উপস্থিত হলে ₹400 ফেরত)
SC/ST/PwBD/মহিলা/EBC/সংখ্যালঘু: ₹250 (পরীক্ষায় উপস্থিত হলে সম্পূর্ণ ফেরত)
৫. সংশোধনের সুযোগ: প্রয়োজনে ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে তথ্য সংশোধন করা যাবে (₹250 ফি প্রযোজ্য)।
৬. প্রিন্ট কপি ও অ্যাডমিট কার্ড: আবেদন সম্পন্ন হলে প্রিন্ট কপি সংরক্ষণ করুন। পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড পরে সংশ্লিষ্ট RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
আবেদন ফি
সাধারণ (UR) / OBC / EWS প্রার্থী: ₹500
পরীক্ষায় উপস্থিত হলে ₹400 ফেরত দেওয়া হবে (ব্যাংক চার্জ বাদে)।
SC / ST / PwBD / মহিলা / সংখ্যালঘু / অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EBC) প্রার্থী: ₹250
পরীক্ষায় উপস্থিত হলে ₹250 সম্পূর্ণ ফেরত দেওয়া হবে (ব্যাংক চার্জ বাদে)।
ফি শুধুমাত্র অনলাইনে (UPI, Net Banking, Debit/Credit Card) মাধ্যমে প্রদান করতে হবে।
ভুল বা অসম্পূর্ণ আবেদন করলে ফি ফেরত দেওয়া হবে না।