Indian Railways Paramedical Recruitment 2025: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড(RRB) প্যারামেডিকেল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সমস্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এ মোট ৪৩৪ টি শূন্য পদ। আবেদন অনলাইনে শেষ তারিখ ৮ই সেপ্টেম্বর ২০২৫।

ভারতীয় রেলের বিভিন্ন নিয়োগগুলি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা হয়ে থাকে। বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলি এবারে প্যারামেডিকেল কর্মী নিয়োগ করতে বিভিন্ন যোগ্যতা। আপনি যদি বিভিন্ন প্যারামেডিকেল কোর্স করে থাকেন এবং দেশের সেবা করতে চান তার সাথে সরকারি চাকরির মাধ্যমে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য।infobanglahub এর পক্ষ থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
Indian Railways Paramedical Recruitment 2025 এর নিয়োগকারী সংস্থা:
এই এই নিয়োগে নিয়োগকারী সংস্থা হল ভারতীয় রেলের অধীন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।
Indian Railways Paramedical Recruitment 2025 এর পদের নাম:
এই নিয়োগে বিভিন্ন প্যারামেডিকেল পদে নিয়োগ হবে যেগুলি বিস্তারিত হবে নিচে টেবিল অনুযায়ী দেওয়া হল।
| পদের নাম | মোট |
| নার্সিং সুপারিনটেনডেন্ট | ২৭২ |
| ফার্মাসিস্ট (Entry Grade) | ১০৫ |
| রেডিওগ্রাফার (এক্স-রে টেকনিশিয়ান) | ০৪ |
| ল্যাব সহকারী গ্রেড-২ | ১২ |
| ডায়ালিসিস টেকনিশিয়ান | ০৪ |
| স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক গ্রেড-২ | ৩৩ |
| ইসিজি টেকনিশিয়ান | ০৪ |
Indian Railways Paramedical Recruitment 2025 এর শিক্ষাগত যোগ্যতা:
এই নিয়োগের বিভিন্ন পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া
- নার্সিং সুপারিনটেনডেন্ট: যে কোন স্বীকৃত নার্সিং স্কুল অথবা ইনস্টিটিউট থেকে B.Sc বা GNM নার্সিং পাস। ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
- ফার্মাসিস্ট (Entry Grade): যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাস ও D.Pharm বা B. Pharm ডিগ্রী যা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া তে রেজিস্ট্রেশন থাকতে হবে।
- রেডিওগ্রাফার (এক্স-রে টেকনিশিয়ান): যে কোন স্বীকৃত বোর্ড থেকে ফিজিক্স কেমিস্ট্রি বিষয়সহ উচ্চ মাধ্যমিক পাস এবং যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিওগ্রাফার বা এক্সরে টেকনিশিয়ান কোর্স ২ বছরের।
- ল্যাব সহকারী গ্রেড-২: যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাস Diploma in Lab Technology বা সমতুল্য ডিগ্রী।
- ডায়ালিসিস টেকনিশিয়ান: যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস এবং Diploma in Haemodialysis (minimum 2 years) অথবা Diploma in Dialysis Technology যেকোনো স্বীকৃত ইনস্টিটিউশন থেকে।
- স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক গ্রেড-২:B.Sc. (Chemistry/Health Science) এবং স্বাস্থ্য ও স্যানিটেশন বা মালেরিয়া নিয়ন্ত্রণে ডিপ্লোমা থাকা প্রয়োজন।
- ইসিজি টেকনিশিয়ান: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস এবং ইসিজি টেকনোলজিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স এবং ইসিজি পরিচালনা করতে দক্ষ
Indian Railways Paramedical Recruitment 2025 এর বেতন:
এই নিয়োগের পদ অনুযায়ী প্রাপ্ত বেতন বিভিন্ন তাই বিস্তারিত বেতনের তথ্য নিচে টেবিল আকারে দেওয়া হল পদ অনুযায়ী
| পদের নাম | প্রারম্ভিক বেতন (₹) |
|---|---|
| নার্সিং সুপারিন্টেনডেন্ট | ₹44,900 (Level 7) |
| ডায়ালাইসিস টেকনিশিয়ান | ₹35,400 (Level 6) |
| হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড-২ | ₹35,400 (Level 6) |
| ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড) | ₹29,200 (Level 5) |
| রেডিওগ্রাফার / এক্স-রে টেকনিশিয়ান | ₹29,200 (Level 5) |
| ECG টেকনিশিয়ান | ₹25,500 (Level 4) |
| ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২ | ₹21,700 (Level 3) |
Indian Railways Paramedical Recruitment 2025 এর বয়স:০১/০১/২০২৬ অনুযায়ী
পদ অনুযায়ী প্রয়োজনীয় বয়স সীমা নীচে দেওয়া হলো।
| পদের নাম | বয়সসীমা (বছরে) |
|---|---|
| নার্সিং সুপারিন্টেনডেন্ট | ২০ – ৪০ বছর |
| ডায়ালাইসিস টেকনিশিয়ান | ২০ – ৩৩ বছর |
| হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড-২ | ১৮ – ৩৩ বছর |
| ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড) | ২০ – ৩৫ বছর |
| রেডিওগ্রাফার / এক্স-রে টেকনিশিয়ান | ১৯ – ৩৩ বছর |
| ECG টেকনিশিয়ান | ১৮ – ৩৩ বছর |
| ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২ | ১৮ – ৩৩ বছর |
বয়সে ছাড় (Age Relaxation):
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (SC/ST/OBC/Ex-Servicemen/PwBD) উল্লিখিত বয়সসীমার বাইরে অতিরিক্ত ছাড় পাবেন। যেমন:
- SC/ST: ৫ বছর ছাড়
- OBC (Non-Creamy Layer): ৩ বছর ছাড়
- PwBD (UR): ১০ বছর পর্যন্ত ছাড় ইত্যাদি।
গুরুত্বপূর্ণ তারিখ:
| কার্যক্রম | তারিখ |
| আবেদন শুরু | ৯ ই আগস্ট ২০২৫ |
| আবেদন শেষ | ৮ ই সেপ্টেম্বর ২০২৫ |
নির্বাচন পক্রিয়া:
নির্বাচন প্রক্রিয়া মোট তিনটি ধাপে হবে যেগুলি নিচে দেওয়া হল।
- CBT-I:MCQ পরীক্ষা ১০০ নম্বর,সময়-৯০মিনিট,নেগেটিভ মার্কিং-১/৩
- CBT-II- সংশ্লিষ্ট পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষা।
- ইন্টারভিউ ও নথিপত্র যাচাই

কিভাবে আবেদন করবেন?
- অফিসিয়াল আবেদন লিংক এ দিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে
- সংশ্লিষ্ট পদের জন্য ফর্ম টি পূরণ করা শুরু করতে হবে
- ফরম পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে
- এরপর আধার যাচাই করতে হবে
- তারপর আবেদন ফি জমা করতে হবে
- সবচেয়ে ভালো করে সবকিছু দেখে ফরম জমা করতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট করে রাখতে হবে
আবেদন ফি:
| শ্রেণী | ফি |
| General/EWS/OBC | 500 |
| ST/SC/PWD/FEMALE/3RD GENDER | 250 |
গুরুত্বপূর্ণ তথ্য:
| Official Short Notice PDF | Download Now |
| Official Website | Link |
| Official Application Link | Apply Now(Will be Active on 09/08/2025 |
Read More










