সুবর্ন সুযোগ!ভারতীয় রেলের শুধুমাত্র স্নাতক পাশে সেকশন কন্ট্রোলার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।আবেদনের শেষ তারিখ ১৪ই অক্টোবর,২০২৫

RRB Section Controller Recruitment 2025:ভারতীয় রেলওয়ে নিয়োগ বোর্ডের (RRB)অধীন সেকশন কন্ট্রোলার(Section Controller) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আবেদন অনলাইনে শীঘ্রই আবেদন করুন বিস্তারিত পড়ুন।

RRB Section Controller Recruitment 2025
RRB Section Controller Recruitment 2025

ভারতীয় রেলওয়ে বিশ্বের সবথেকে বেশি যাত্রী পরিবহনকারী একটি রেলওয়ে। ভারতীয় রেল আমাদের দেশের একটি বিশ্বস্ত পরিবহন মাধ্যম। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা সর্বদাই রেলওয়ের উপর নির্ভর করে থাকি ।তাই ভারতীয় রেলওয়েতে বিপুল সংখ্যক কর্মচারী প্রতিবছর নিয়োগ করা হয় যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার জন্য। ভারতীয় রেলওয়েতে নিয়োগ পাওয়া একটি সত্যি সম্মানের ব্যাপার ভারতীয় রেলওয়ে নিয়োগ বোর্ড এইবার তারা সেকশন কন্ট্রোলার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অতএব যারা সরকারি চাকরি করছেন তাদের কাছে একটি সুবর্ণ সুযোগ।INFOBANGLAHUB এর পক্ষ থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হলো।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ:

  • নিয়োগকারী সংস্থা: ভারতীয় রেলওয়ের অধীন Railway Recruitment Board
  • নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর:CEN 04/2025
  • আবেদনের মাধ্যম:অনলাইন
  • পদের নাম: সেকশন কন্ট্রোলার(Section Controller)
  • নিয়োগের ধরণ:স্থায়ী

Total Vacancy of RRB Section Controller Recruitment 2025

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগে মোট ৩৬৮ টি পদে বিভিন্ন জন ভিত্তিকভাবে নিয়োগ করবে। নিচে টেবিলে জাতিভিত্তিক শ্রেণী অনুযায়ী শূন্য পদের বিবরণ দেয়া হলো।

ক্যাটাগরিশূন্যপদ সংখ্যা
UR (সাধারণ)149
SC (তপশিলি জাতি)55
ST (তপশিলি জনজাতি)27
OBC (Non-Creamy Layer)96
EWS (Economically Weaker Section)41
মোট368

Educational Qualification of RRB Section Controller Recruitment 2025

  • প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে স্নাতক (Graduate Degree) পাশ হতে হবে।
  • যেকোনো বিভাগে স্নাতক গ্রহণযোগ্য।
  • চূড়ান্ত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
  • ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 14.10.2025 (আবেদনের শেষ তারিখ) এর মধ্যে প্রাপ্ত থাকতে হবে।

মেডিকেল যোগ্যতা:(Medical Standard A-2)

  • শারীরিক সুস্থতা: সম্পূর্ণভাবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
  • চোখের দৃষ্টি পরীক্ষার মানদণ্ড:
    • Distant Vision: 6/9, 6/9 (চশমা ছাড়া)
    • Near Vision: Sn 0.6, 0.6 (চশমা ছাড়া)
    • কালার ভিশন টেস্টে উত্তীর্ণ হতে হবে।
    • Binocular Vision, Night Vision এবং Myopic Vision পরীক্ষায় সফল হতে হবে।
  • গুরুত্বপূর্ণ নির্দেশনা: যেসব প্রার্থীর চোখে LASIK surgery বা অনুরূপ corrective surgery হয়েছে, তারা এই পদের জন্য অযোগ্য (Not Eligible) গণ্য হবেন।

Age Limit of RRB Section Controller Recruitment 2025

সাধারণ প্রার্থীর জন্য: ২০ থেকে ৩৩ বছর (01.01.2026 তারিখে গণ্য হবে)।

সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের শিথিলতা:

  • OBC (NCL): ৩ বছর
  • SC/ST: ৫ বছর
  • PwBD: ১০ থেকে ১৫ বছর
  • এক্স-সার্ভিসম্যান, রেলওয়ে কর্মী, বিধবা/ডিভোর্সড মহিলাদের জন্যও আলাদা শিথিলতা রয়েছে।

বেতন:

  • বেসিক পে: ₹35,400/- (7th CPC অনুযায়ী, Pay Level–6)
  • গ্রেড পে: লেভেল ৬ (7th CPC ম্যাট্রিক্স অনুসারে)
  • বেতন ছাড়াও প্রার্থীরা পাবেন সরকারি অন্যান্য ভাতা।

ভাতা ও অন্যান্য সুবিধা

  • Dearness Allowance (DA) – কেন্দ্রীয় সরকারের নির্ধারিত হারে।
  • House Rent Allowance (HRA) – কর্মস্থলের শহরের শ্রেণি অনুযায়ী।
  • Transport Allowance (TA) – কর্মস্থলের ভিত্তিতে প্রদানযোগ্য।
  • পেনশন সুবিধা – National Pension System (NPS) এর অধীনে।
  • Medical facilities – রেলওয়ের হাসপাতাল ও অনুমোদিত স্বাস্থ্যকেন্দ্রে।
  • Leave Travel Concession (LTC) ও অন্যান্য ভ্রমণ সুবিধা।
  • Railway Privilege Pass/PTO – নিজ ও পরিবারের জন্য বিনামূল্যে বা রেয়াতি ভ্রমণের সুযোগ।
  • প্রশিক্ষণকালীন সুবিধা – নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণ নিতে হবে এবং সেই সময়ে নির্দিষ্ট স্টাইপেন্ড প্রদান করা হবে।
RRB Section Controller Recruitment 2025
RRB Section Controller Recruitment 2025

Selection Process of RRB Section Controller Recruitment 2025

ধাপ ১: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)

  • এটি মূলত প্রথম ধাপ।
  • প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ (MCQ)
  • প্রতিটি প্রশ্নে চারটি বিকল্প থাকবে, একটি মাত্র সঠিক উত্তর।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ⅓ মার্কস কাটা হবে
  • একাধিক শিফটে পরীক্ষা হলে নর্মালাইজেশন করা হবে।

CBT পরীক্ষার সিলেবাস ও মার্কস বিভাজন

বিষয়প্রশ্ন সংখ্যাসর্বোচ্চ নম্বর
সাধারণ সচেতনতা (General Awareness)5050
গণিত (Mathematics)3535
সাধারণ বুদ্ধিমত্তা ও রিজনিং (General Intelligence & Reasoning)3535
মোট120120
  • পরীক্ষার সময়সীমা: 90 মিনিট (PwBD প্রার্থীদের জন্য 120 মিনিট)।
  • প্রশ্নপত্র হবে দ্বিভাষিক (হিন্দি ও ইংরেজি সহ আঞ্চলিক ভাষা)।

General Awareness সিলেবাস:

  • ভারতীয় ইতিহাস, ভূগোল, অর্থনীতি
  • সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি
  • বর্তমান ঘটনা (Current Affairs) – জাতীয় ও আন্তর্জাতিক
  • ভারতীয় সংবিধান, রাজনীতি, সংস্কৃতি
  • পরিবেশ ও জলবায়ু পরিবর্তন
  • রেলওয়ে সম্পর্কিত তথ্য

Mathematics সিলেবাস:

  • সংখ্যা পদ্ধতি, গড়, শতকরা, লাভ-ক্ষতি
  • সরল ও চক্রবৃদ্ধি সুদ
  • অনুপাত-সমানুপাত
  • সময় ও কাজ, সময় ও দূরত্ব
  • বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি
  • ডাটা ইন্টারপ্রিটেশন

Reasoning সিলেবাস:

  • Analogies
  • Coding-Decoding
  • Series (Number, Alphabetical, Logical)
  • Puzzles & Seating Arrangement
  • Syllogism
  • Statement & Assumptions, Statement & Conclusion
  • Direction Test, Blood Relation Test

ধাপ ২: কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট (CBAT)

  • CBT পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রায় ৮ গুণ সংখ্যক প্রার্থীকে ডাকা হবে।
  • CBAT উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। উত্তীর্ণ না হলে প্রার্থীকে অযোগ্য গণ্য করা হবে।
  • CBAT-এ প্রশ্ন থাকবে মনোযোগ, একাগ্রতা, প্রতিক্রিয়ার গতি, মাল্টি-টাস্কিং ক্ষমতা এবং পরিস্থিতি বিচার করার দক্ষতা যাচাই করার জন্য।
  • CBAT-এর আলাদা কোন পাস নম্বর নেই, তবে কেবল যোগ্যতা নির্ধারণ করা হবে।

চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত হবে:

  • CBT নম্বরের ৭০%
  • CBAT নম্বরের ৩০%

ধাপ ৩: ডকুমেন্ট ভেরিফিকেশন (DV)

  • নির্বাচিত প্রার্থীদের সকল সনদপত্র যাচাই করা হবে (শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, কাস্ট/রিজার্ভেশন, PwBD, এক্স-সার্ভিসম্যান ইত্যাদি)।

ধাপ ৪: মেডিকেল পরীক্ষা

  • প্রার্থীকে অবশ্যই A-2 মেডিকেল স্ট্যান্ডার্ড পূরণ করতে হবে।
  • LASIK surgery করা প্রার্থীরা অযোগ্য।

Important Dates of RRB Section Controller Recruitment 2025

কার্যক্রমতারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন আবেদন শুরুর তারিখ১৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন আবেদন শেষ তারিখ১৪ অক্টোবর ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)
ফি জমা দেওয়ার শেষ তারিখ১৬ অক্টোবর ২০২৫
আবেদন সংশোধনের সময়সীমা১৭ অক্টোবর ২০২৫ – ২৬ অক্টোবর ২০২৫
PwBD প্রার্থীদের স্ক্রাইবের তথ্য জমা দেওয়ার সময়২৭ অক্টোবর ২০২৫ – ৩১ অক্টোবর ২০২৫
CBT/CBAT পরীক্ষার তারিখপরবর্তীতে জানানো হবে (RRB ওয়েবসাইটে প্রকাশিত হবে)

Application Fees of RRB Section Controller Recruitment 2025

  • সাধারণ প্রার্থী (UR): ₹500/-
    • পরীক্ষায় উপস্থিত হলে ₹400 ফেরতযোগ্য (ব্যাংক চার্জ বাদ দিয়ে)।
  • SC / ST / PwBD / মহিলা / ট্রান্সজেন্ডার / এক্স-সার্ভিসম্যান / সংখ্যালঘু / Economically Backward Class (EBC): ₹250/-
    • পরীক্ষায় উপস্থিত হলে সম্পূর্ণ ₹250 ফেরতযোগ্য (ব্যাংক চার্জ বাদ দিয়ে)।

ফি প্রদানের নিয়ম

  • আবেদন ফি শুধুমাত্র অনলাইনে (ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / নেট ব্যাংকিং / UPI) মাধ্যমে জমা দেওয়া যাবে।
  • নির্ধারিত সময়সীমার বাইরে ফি গ্রহণ করা হবে না।

Application Process for RRB Section Controller Recruitment 2025

  1. প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে
  2. প্রতিটি প্রার্থী শুধুমাত্র একটি RRB-তে আবেদন করতে পারবেন। একাধিক RRB-তে আবেদন করলে সব আবেদন বাতিল হয়ে যাবে।
  3. আবেদন করার সময় সক্রিয় মোবাইল নম্বরই-মেইল আইডি থাকতে হবে, কারণ সমস্ত তথ্য (নিবন্ধন নম্বর, পাসওয়ার্ড, অ্যাডমিট কার্ড ইত্যাদি) এই মাধ্যমে পাঠানো হবে।
  4. অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের—
    • নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরি ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে।
    • আধার (Aadhaar) নম্বর দেওয়া যাবে, যা পরিচয় যাচাইয়ে কাজে লাগবে।
  5. আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে (ডেবিট/ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং বা UPI এর মাধ্যমে)।
  6. আবেদনপত্র জমা দেওয়ার পর প্রার্থীরা সেটির একটি প্রিন্ট আউট সংরক্ষণ করবেন, যা ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনে কাজে লাগবে।
  7. আবেদন ফর্ম জমা দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন (Correction Window) এর সুযোগ থাকবে। নির্দিষ্ট ফি প্রদান করে প্রার্থী আবেদনপত্রে ভুল থাকলে সংশোধন করতে পারবেন।
RRB Section Controller Recruitment 2025
RRB Section Controller Recruitment 2025

Important Information for RRB Section Controller Recruitment 2025

বিষয়তথ্য
Official Application LinkApply Now
Official Notice PDFDownload Now

আরও পড়ুন….

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন লেহ,লাদাখ অঞ্চলে গবেষণা করার বিশাল সুযোগ,বিজ্ঞান বিভাগে স্নাতকরা আবেদন করতে পারবেন,শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ।

সুবর্ণ সুযোগ! ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে কর্মচারী নিয়োগ,আবেদনের শেষ তারিখ ৩রা অক্টোবর,২০২৫।

Leave a Comment