সুখবর!দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসক ও নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।৬৫০০ এর বেশি শূন্যপদ।শীঘ্রই আবেদন করুন!আবেদন শুরু ১৩ই আগস্ট ২০২৫ থেকে।

WB MO and Staff Nurse Recruitment 2025:West Bengal Health Recruitment Board অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ পর্ষদের অধীনে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার(GDMO) ও স্টাফ নার্স(Staff Nurse Grade-II) সহ বিভিন্ন ৬২৪৫ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।

WB MO and Staff Nurse Recruitment 2025
WB MO and Staff Nurse Recruitment 2025

সুপ্রিম কোর্টের ওবিসি মামলার কিছুটা স্বস্তি পাওয়ার পর রাজ্য সরকার তাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ পর্ষদের মাধ্যমে ৬২৪৫ টি শুন্য পদে চিকিৎসক,বিএসসি নার্স, পোষ্ট ব্যাসিক বি এস সি নার্স, জি এন এম নার্স ইত্যাদি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল গুলিতে চিকিৎসক এবং নার্সদের শূন্যপদ বেড়েই চলছিল। তাই যারা বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত কোর্স যেমন এমবিবিএস বিএসসি নার্সিং জিএনএম নার্সিং পোস্ট বিএসসি নার্সিং করে বসে আছেন তারা অবশ্যই স্বস্তির খবর পেলেন আর অপেক্ষা না করে শীঘ্রই আবেদন করুন এবং নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। আবেদন শুরু ১৩ই আগস্ট ২০২৫ থেকে।INFOBANGALHUB এর পক্ষ থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হলো

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ:

  • নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর:
    • R/GDMO/6/2025 – তারিখ: ০৭.০৮.২০২৫
    • R/Staff Nurses, Gr.II/GNM/7/2025 এবং
    • R/Staff Nurses, Gr.II/Basic & Post Basic B.Sc. Nursing/8/2025 – তারিখ: ০৭.০৮.২০২৫
  • নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ পর্ষদ
  • আবেদনের মাধ্যম:অনলাইন
  • আবেদন শুরু:১৩ই আগষ্ট ২০২৫

পদের নাম:

  • General Duty Medical Officer (GDMO)
  • Staff Nurse Grade II
    • Basic B.Sc Nurse
    • Post Basic B.Sc Nurse
    • GNM Nurse-Female
    • GNM Nurse-Male

শূন্যপদ:

General Duty Medical Officer (GDMO)

১২২৭ টি শূন্যপদ

Staff Nurse Grade II

পদের নামমহিলা শূন্যপদপুরুষ
Basic B.Sc Nurse২৩৩০
Post Basic B.Sc Nurse২৫২
GNM Nurse-Male৩৪৪
GNM Nurse-Female২০৯২

শিক্ষাগত যোগ্যতা:

General Duty Medical Officer (GDMO)

  • ভারতীয় মেডিক্যাল কাউন্সিল আইন ১৯৫৬ অনুযায়ী যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রী
  • মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে
  • কোথাও কাজে নিয়োজিত হলে ছয় মাসের মধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন করতে হবে

Staff Nurse Grade II

  • সংশ্লিষ্ট পদের জন্য নার্সিং পাস(B.Sc/Post Basic B.Sc Nursing/GNM Nursing) করতে হবে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে
  • নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা রাজ্য নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে

এছাড়া আরো বিস্তারিত যোগ্যতার জন্য প্রতিবেদনে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি নোটিশ পিডিএফ টি পড়তে ভুলবেন না

WB MO and Staff Nurse Recruitment 2025
WB MO and Staff Nurse Recruitment 2025

(বয়সসীমা:০১/০১/২০২৫ অনুযায়ী)Age limit for WB MO and Staff Nurse Recruitment 2025

General Duty Medical Officer (GDMO)

  • MBBS ডিগ্রিধারী: সর্বোচ্চ ৩৬ বছর
  • PG ডিগ্রীধারী: সর্বোচ্চ ৪০ বছর
  • এছাড়াও সরকারের নিয়ম অনুসারে জাতিগত সংরক্ষণ অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে সর্বোচ্চ ৯ বছর অবধি

Staff Nurse Grade II

  • সাধারণ প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ৩৯ বছর
  • সংরক্ষিত প্রার্থীদের জন্য
    • ST/SC- সর্বোচ্চ ৪৪ বছর
    • OBC-A/B-সর্বোচ্চ৪৩ বছর
    • PWD- সর্বোচ্চ ৪৫ বছর
    • অবসরপ্রাপ্ত কর্মচারী ও ও প্রাক্তন সেনা কর্মী সরকারি সংরক্ষণ অনুযায়ী বয়সে ছাড় আছে।

(গুরুত্বপূর্ণ তারিখ) WB MO and Staff Nurse Recruitment 2025

কার্যক্রমতারিখ
অনলাইন আবেদন শুরু১৩ ই আগষ্ট ২০২৫,সকাল ১০ টা
অনলাইন আবেদন শেষ৩ রা সেপ্টেম্বর ২০২৫,বেলা ২ টা

বেতন:

General Duty Medical Officer (GDMO)

  • Ropa-২০১৯ অনুযায়ী ₹৫৬,১০০/- Level -16
  • এছাড়া মহার্ঘ ভাতা ঘর ভাড়া ভাতা চিকিৎসা জনিত ভাতা ভ্রমণ ভাতা ইত্যাদি সুযোগ দেওয়া হবে

Staff Nurse Grade II

  • Ropa-২০২৯ অনুযায়ী ₹২৮৯০০/- Level-9
  • এছাড়া মহার্ঘ ভাতা ঘর ভাড়া ভাতা চিকিৎসা জনিত ভাতা ভ্রমণ ভাতা ইত্যাদি সুযোগ দেওয়া হবে

(নির্বাচন পক্রিয়া) WB MO and Staff Nurse Recruitment 2025

General Duty Medical Officer (GDMO)

মোট ১০০ নম্বরের নির্বাচন পক্রিয়া হবে নিম্নের বিষয়ভিত্তিক

উপাদাননম্বর
শিক্ষাগত যোগ্যতা৭০
অভিজ্ঞতা১৫
ইন্টারভিউ১৫
মোট১০০

নম্বরের ভিত্তিতে স্কেল:

শতাংশ (%)বরাদ্দ নম্বর
৫৫%-৫৯.৯৯%৬৬
৬০%-৬৪.৯৯%৬৭
৬৫%-৬৯.৯৯%৬৮
৭০%-৭৪.৯৯%৬৯
৭৫%-১০০%৭০

অভিজ্ঞতার ভিত্তি

অভিজ্ঞতার বছরবরাদ্দ নম্বর
৬ মাসের কম
৬মাস-২ বছর
২-৩ববছর
৩-৪বছর
৪-৫ববছর১২
৫ বছরের বেশি১৫

Staff Nurse Grade II

  • শিক্ষাগত যোগ্যতার নম্বর
  • অভিজ্ঞতার বছরের উপর নম্বর
  • ইন্টারভিউ
উপাদাননম্বর
শিক্ষাগত যোগ্যতা৭০
অভিজ্ঞতা১৫
ইন্টারভিউ১৫
মোট১০০

কিভাবে আবেদন করবো?/WB MO and Staff Nurse Recruitment 2025

  • সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি খুঁজে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন শুরু করতে হবে
  • সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে
  • প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে পিডিএফ ব্যাপারে জমা করতে হবে
  • বর্তমান সময়ের পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার আপলোড করতে হবে
  • এরপর আবেদন কি জমা করতে হবে এবং আবেদন ফরমটি ভালো করে দেখতে হবে
  • সবশেষে আবেদন ফরমটি জমা করতে হবে এবং প্রিন্ট করে রাখতে হবে ভবিষ্যতের প্রয়োজনের জন্য
WB MO and Staff Nurse Recruitment 2025
WB MO and Staff Nurse Recruitment 2025

আবেদন ফি:

শ্রেণীফি
General,EWS,OBC₹210/-
ST/SC/PWDNil

গুরুত্বপূর্ণ তথ্য:

Official Notification PDF for GDMODownlad Now
Official Notice PDF for Staff Nurse IIDownload Now
Official Application LinkApply Now
Official WebsiteLink

আরও পড়ুন।

LIC দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য ৭৫ হাজার টাকার বেশী আর্থিক সহায়তা দিচ্ছে, আবেদন অনলাইনে,আবেদন শুরু হয়েগেছে শেষ তারিখ ১৫ই অক্টোবর,২০২৫

ভারতীয় সেনাবাহিনীতে ১,৭৭,৫০০/- প্রতিমাস বেতনে বিরাট সুযোগ!শীঘ্রই আবেদন করুন।আবেদন অনলাইনে,কোন আবেদন ফি নেই

ভারত সরকারের কর্মচারী ভবিষ্যনিধি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ৩০০ টি শূন্যপদে শুধুমাত্র স্নাতক পাশে আবেদনের সুযোগ!শীঘ্রই আবেদন করুন!আবেদনের শেষ তারিখ ১৮ই আগস্ট ২০২৫।

Leave a Comment